বিশেষণ ও তার সঠিক নামের সাথে মিলিয়ে দেখান।
চরিত্রের সাথে তাদের কাজের মিল নির্ণয় করুন।
কুমিরের দাঁতের সাথে সম্পর্কিত নিচের কোন উক্তিটি ভুল?
কুমিরের দাঁত দেখতে বিচ্ছিরি হাসির মতো ছিল।
কুমির রোদ পোহানোর সময় দাঁত বের করে হাসছিল।
কুমির দাঁত দিয়ে পাঁঠার ঠ্যাং ধরেছিল।
কুমিরের দাঁতগুলো ধারালো ছিল।
আবদুল বদুল মাঝি কোন মাসে মাছ ধরতে গিয়েছিলেন যখন কালবৈশাখী এসেছিল?
ভাদ্র মাস
চৈত্র মাস
আষাঢ় মাস
বৈশাখ মাস
আবদুল মাঝি কিভাবে বাঘটিকে দ্রুত পথ চলতে বাধ্য করেছিলেন?
তাকে খাবার দিয়ে।
তার পেটে দাঁড়ের খোঁচা দিয়ে।
মিষ্টি কথা বলে।
তাকে ভয় দেখিয়ে।